করোনার সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে চিকিৎসকদের মোবাইল ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী এবং তাদের আত্মীয়—কেউ এখন থেকে আর হাসপাতালে মোবাইল ব্যবহার করতে পারবেন না।
বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কারণ এতে সংক্রমণের আশঙ্কা থাকছে।
তিনি আরো জনানা, চিকিৎসকরা ল্যান্ডলাইন ব্যবহার করবেন। একটা সময়ে ভাবা হচ্ছিল জুতো থেকে সংক্রমণ ছড়ায়; কিন্তু এখন দেখা যাচ্ছে মোবাইল ফোন থেকেও সংক্রমণ ছড়াতে পারে।