করোনা: টানা ১০ দিন মৃত্যুহীন বাংলাদেশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১০ দিন দেশে করোনায় মৃত্যু নেই। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জনে।

শনিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ০.৫৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে দুই হাজার ৯৩৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে দুই হাজার ৯৩৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৯০ হাজার ৪৬৬টি।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ০.৫৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.০৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

Comments (0)
Add Comment