মহামারি করোনা ভাইরাসে প্রাণ গেল বিশ্বের ৪০ লাখের বেশি মানুষের। আক্রান্ত হয়েছে সাড়ে ১৮ কোটির বেশি মানুষ। এদিকে বিভিন্ন দেশে বিধিনিষেধ শিথিল করা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ২২০টির বেশি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ৬ জুলাই রাত সাড়ে ১১টা পর্যন্ত ৪০ লাখ ৩ হাজার ৮৪৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৭৫২ জন। সুস্থ হয়েছে ১৬ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৯৩৬ জন। যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৬ লাখের বেশি মানুষ এবং মারা গেছে ৬ লাখ ২১ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ভারত (৩ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৫৫২ জন)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, কিছু দেশ জীবনযাত্রা স্বাভাবিক করতে তাড়াহুড়া করে বিধিনিষেধ শিথিল করছে। এ জন্য তাদের বড় মূল্য দিতে হতে পারে। গত সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির জরুরি কর্মসূচি বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, বিশ্বের কোথাও হয়তো সংক্রমণের আরেকটি ঢেউ অপেক্ষা করছে। আবার কোথাও মহামারি কেবল শুরু হয়েছে।
তিনি বলেন, আমেরিকা মহাদেশের সব দেশ মিলিয়ে এখনো প্রতি সপ্তাহে ১০ লক্ষাধিক রোগী পাচ্ছি। একই অবস্থা ইউরোপেও, যেখানে সপ্তাহে ৫ লাখের বেশি আক্রান্ত হচ্ছে। বিষয়টা এমন নয় যে, মহামারিটি চলে গেছে। এটি এখনো শেষ হয়ে যায়নি।