করোনা ভাইরাসের টিকার চূড়ান্ত দফার ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করেছে চীনের রাষ্ট্রীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্ম। আবু ধাবিতে ১৫ হাজার স্বেচ্ছাসেবকের ওপর এই টিকা প্রয়োগ করা হচ্ছে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে এ ঘোষণা দিয়েছে সেখানকার সরকার। অনলাইন আল জাজিরা এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, মানুষের শরীরে এই পরীক্ষা চালানো হচ্ছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপের (সিএনবিজি) সিনোফার্ম, আবু ধাবির কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কমপিউটিং কোম্পানি গ্রুপ ৪২ (জি৪২) এবং আবু ধাবি স্বাস্থ্য বিভাগের মধ্যে অংশীদারিত্বের ভিত্তিতে।