করোনাভাইরাস: বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ২১ সাংবাদিক

গার্ডিয়ানের রিপোর্ট

মহামারী করোনায় বাংলাদেশে ২১ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং ৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর অভাবে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সাংবাদিকরা বেশি স্বাস্থ্যঝুঁকি আছেন।

সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন পেরুতে। সেখানে ৩৭ সাংবদিক করোনায় মারা গেছেন। ব্রাজিলে মারা গেছেন ১৬ জন।

জেনেভাভিত্তিক প্রেস এমব্লেম ক্যাম্পেইন নামে একটি সংগঠনের তথ্যমতে, করোনায় এ পর্যন্ত ১৮৬ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক বলেছেন, এখানে সুরক্ষাসামগ্রীর অভাবে গণমাধ্যমকর্মীরা ঝুঁকির মধ্যে আছেন।

প্রতিবেদনে আওয়ার মিডিয়া, আওয়ার রাইট নামে ঢাকাভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বরাত দিয়ে বলা হয়েছে– বাংলাদেশে এ পর্যন্ত ৫৫৫ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

Comments (0)
Add Comment