করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন আইএমএফপ্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
দুবাইয়ে রোববার গ্লোবাল উইমেন্স ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, প্রবৃদ্ধির হার কিছুটা কমাতে হতে পারে, তবে আমরা এখনও আশা করছি ২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। খবর এএফপির।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রভাব অর্থনীতিতে কতটা পড়বে, তা নির্ভর করছে কত দ্রুত এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তার ওপর।
ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৭৭৫ জনের মৃত্যু হয়েছে। আমি সবাইকে পরামর্শ দেব– খুব দ্রুতই কোনো উপসংহারে না যেতে। এখনও অনেক অনিশ্চয়তা আছে।
২০০২ সালে ছড়িয়ে পড়া সার্স মহামারীর চেয়েও করোনাভাইরাসের প্রভাব বেশি পড়বে বলে মনে করেন আইএমএফপ্রধান।