চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় করোনাভাইরাস নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ওই টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশেষ করে চীনা ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স এবং অন্যান্য শিল্পখাতকে জোরালো সহায়তা দেবে। আমরা আগের চেয়ে আরও শক্তিশালী হবো!’
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মার্কিন ব্যবসায়িক খাতগুলোকে চাঙ্গা করতেই এমন টুইট করেছেন ট্রাম্প।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আট নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। আর তালিকার শীর্ষে থাকা চীনে এই মহামারির প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। চীনে গতকাল নতুন করে মাত্র ২১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে চীনের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি, ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো।