কম্বোডিয়া থেকে চাল আমদানি বাড়াতে আগ্রহী বাংলাদেশ

কম্বোডিয়া থেকে চাল আমদানি আরও বাড়াতে চায় বাংলাদেশ সরকার। এই সপ্তাহের শুরুতে কম্বোডিয়ার রাজধানী নমপেনে দেশটির কৃষি, বন ও মৎস্য সম্পদ বিষয়ক মন্ত্রী ভেং সাখোনের সাথে বৈঠকের সময় দেশটিতে নিযুক্ত (ব্যাংকক-ভিত্তি) বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই এই অভিপ্রায় ব্যক্ত করে বলেন, যদিও বাংলাদেশের কৃষি, বিশেষ করে চাল উৎপাদন ১৯৭১ সালের তুলনায় তিনগুণ বেড়েছে, তবুও দেশের ১৬ কোটি জনসংখ্যার চাহিদা মেটাতে তা পর্যাপ্ত নয়। বাংলাদেশকে বছরে এক থেকে দেড় মিলিয়ন টন চাল আমদানি করতে হয়।

কম্বোডিয়ার ইংরেজি দৈনিক খামের টাইমস এর এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করে বলা হয়ঃ ভেং সাখোন বাংলাদেশের রাষ্ট্রদূতের উক্ত অভিপ্রায়কে স্বাগত জানান। খাদ্য নিরাপত্তাহীনতা থেকে খাদ্য উদ্বৃত্ত করতে তিনি কম্বোডিয়ার কৃষি উন্নয়নের ওপর গুরুত্বারোপের কথা স্মরণ করেন।

মন্ত্রী জানান, কম্বোডিয়ায় ছয় মিলিয়ন টন খাদ্য উদ্বৃত্ত রয়েছে এবং এগুলো রপ্তানির গুণমানে উন্নীত করা হচ্ছে। মন্ত্রী বাংলাদেশে কম্বোডিয়ার চাল রপ্তানির পদ্ধতির উপায়গুলো বলেন এবং কাজটি পরিচালনার জন্য একটি যৌথ ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠনের আহ্বান জানান।

Comments (0)
Add Comment