কক্সবাজার সৈকতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে লাইফ গার্ড কর্মীরা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

মৃত তৌনিক মকবুল (২২) ঢাকার জাপান গার্ডেন সিটিস্থ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় সাদমান সাকিব (২৩) নামের আরেকজন যুবককে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মহিউদ্দিন বলেন, দুপুরে কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে গোসল করতে নামে তৌনিক মকবুলসহ তিন বন্ধু। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় তৌনিক মকবুল ও সাদমান সাকিব। এতে গোসলরত অপর বন্ধুর চিৎকারে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লাইফ গার্ড কর্মীরা।

এ সময় লাইফ গার্ড কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌনিক মকবুলকে মৃত ঘোষণা করেন। অন্যরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার সময় সাগরে পূর্ণ-ভাটা চলছিল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান মহিউদ্দিন।

Comments (0)
Add Comment