ওরা টুইটারকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আমাকেও না: মমতা

ভারতের পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার দিন থেকেই অহিনকুল সম্পর্ক তৈরি হয় রাজ্যপাল জগদীপ ধনখড় বনাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। আইনশৃঙ্খলা নিয়ে প্রথমদিন থেকেই রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন রাজ্যপাল। তা নিয়ে এতোদিম কোনো প্রত্যুত্তর দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। কিন্তু এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য নয়াদিল্লিতে গিয়ে উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল এমন খবর শোনা যাওয়ার প্রেক্ষিতে নীরবতা ভেঙে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়-
বৃহস্পতিবার কৃষকবন্ধু প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করতে গিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে নাম না নিয়ে রাজ্যপালকে কটাক্ষ করে মমতা বলেছেন, ‘‌উনি কার সঙ্গে দেখা করবেন ওর ব্যাপার। উনি তো ওদেরই লোক। আসা–যাওয়ার গান ওরাই গায়। রাজ্যপাল বদলালে রাজ্যের সঙ্গে পরামর্শ করতে হয়। আমিতো প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি, ওকে প্রত্যাহার করে নেওয়ার জন্য।’‌

কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়কেরাও। রাজভবনে চা–চক্র শেষে বিরোধী দলনেতাকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিন তিনি। ওই প্রসঙ্গে সরাসরি উত্তর না দিলেও মমতা বলেছেন, ‘‌ওরা টুইটারকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই ধ্বংস করতে চাইছে। আমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই বুলডোজ করতে চাইছে।’‌

Comments (0)
Add Comment