মার্সিডিজ বেঞ্জের নতুন এসইউভি, দাম ৩ কোটি!

গাড়িটি বাজারে লঞ্চ করবে ৯ জানুয়ারি

প্রিমিয়াম গাড়ির সুদক্ষ নির্মাতা হিসেবে খ্যাতি আছে মার্সিডিজ বেঞ্জের। এবারে প্রিমিয়াম গাড়িপ্রেমীদের জন্য খুশির খবর নিয়ে এলো কোম্পানিটি। খবরটি হলো নতুন বছরের শুরুতেই এসইউভি আনছে তারা। ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে; নাম দিয়েছে ‘Mercedes-Benz G-Wagon electric SUV’.

Mercedes-Benz G-Wagon সংস্থার ফ্ল্যাগশিপ এসইউভি G-Class-এর উপর ভিত্তি করে আসবে। সব ঠিকঠাক থাকলে  গাড়িটি বাজারে লঞ্চ করবে ৯ জানুয়ারি। এটি লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো বা সিইএসর মঞ্চে EQG কনসেপ্ট নামে প্রদর্শিত হয়েছিল। মডেলটি G 580 ভ্যারিয়েন্টের ল্যাডার-ফ্রেমের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

মজার বিষয়, গত বছর জুলাই থেকেই G-Wagon-এর বুকিং গ্রহণ শুরু করেছে মার্সিডিজ বেঞ্জ। বিদেশে সম্পূর্ণ তৈরি হওয়া এই ইলেকট্রিক গাড়ি এদেশে আমদানি করে বিক্রি করা হবে। তাই দাম আরও বাড়বে। অনুমান করা হচ্ছে, এদেশে গাড়িটি কিনতে ৩ কোটি রুপি লাগতে পারে। আবার প্রতি বছরই একটি নির্দিষ্ট সংখ্যায় মডেলটি বাজারে আনা হতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

শক্তির উৎস হিসাবে Mercedes-Benz G-Wagon-এ থাকবে একটি ১১৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। কোম্পানি এর আগেই জানিয়েছিল যে গাড়িটি ২০০ কিলোওয়াট পর্যন্ত চার্জ করা যাবে। অর্থাৎ ১০ থেকে ৮০ শতাংশ চার্জ মাত্র আধা ঘণ্টায় হয়ে যাবে। আবার ১১ কিলোওয়াট চার্জারের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ হবে। কোম্পানি জানিয়েছে, ফুল চার্জে গাড়িটি ৪৭০ কিলোমিটার রেঞ্জ দেবে।

Comments (0)
Add Comment