সৌদি আরবে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প শেষে মঙ্গলবার (১৮ মার্চ) দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু সৌদি আরব থেকে দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালির বিমান ধরেছেন ফাহামিদুল ইসলাম। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের দল থেকে বাদ পড়াতেই ইতালি ফিরে গেছেন ফাহামিদুল। ফাহামিদুলের বাদ পড়ার খবর নিশ্চিত করেছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান।
কোচ হাভিয়ের কাবরেরার পছন্দের প্রাথমিক তালিকায় ছিলেন ফাহামিদুল। দল ঘোষণার দিন তাকে নিয়ে আশার কথাও শুনিয়েছিলেন স্প্যানিশ এই কোচ। শেষ পর্যন্ত তাকে রাখা হলো না। ফাহামিদুলকে বাদ দেওয়ার কারণ হিসেবে আমের বলেন, ‘সৌদি আরবে আমরা ২৮ জন নিয়ে গিয়েছিলাম। কিন্তু ভারতের বিপক্ষে স্কোয়াড হবে ২৩ জনের। যদ্দুর জানি, ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা, তাতে ফাহামিদুল যায় না।’
অনুশীলন ম্যাচ তাকে খেলানো হয়েছে। কোচ মনে করছেন, তার চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে। কোচ তাকে লেফট ব্যাকে খেলিয়েছেন, লেফট উইংয়ে খেলিয়েছেন। কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি।
কাবরেরা নাকি ফাহামিদুলকে বিভিন্ন পজিশনে খেলিয়ে পরখ করেছেন। কিন্তু তার পারফরম্যান্স দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে না পেরেই স্কোয়াডে আর রাখেননি। ম্যানেজার আমেরের কথায় তেমন আভাসই মিলেছে, ‘অনুশীলন ম্যাচ তাকে খেলানো হয়েছে। কোচ মনে করছেন, তার চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে। কোচ তাকে লেফট ব্যাকে খেলিয়েছেন, লেফট উইংয়ে খেলিয়েছেন। কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি। আমি কোচকে জিজ্ঞেস করেছিলাম, ঠিক কী কারণে ভারতের স্কোয়াডে থাকছে না ফাহামিদুল? কোচ কিছু বলেনি আমাকে। শুধু বলা হয়েছে, ফাহামিদুল ঢাকা যাবে না। গতকালই সে ইতালি ফিরে গেছে।’
বর্তমানে ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালচোতে খেলছেন ফাহামিদুল। ১০ মার্চ সৌদির ক্যাম্পে যোগ দেন তিনি।
২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচ দিয়ে দেশের হয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর।
আজ মঙ্গলবার রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই তারকার। এরপর ১৯ মার্চ ঢাকায় অনুশীলন সেশন শেষে ২৩ জনের চূড়ান্ত দল নিয়ে ২০ মার্চ শিলংয়ের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ।