‘এশিয়াতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য নয়’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আজ (শুক্রবার) জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সাথে বৈঠক করেছেন। তাদের আলোচ্যসূচির শীর্ষে ছিল চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার টানটান উত্তেজনা।

এনএইচকে ওয়ার্ল্ড এ খবর দিয়ে জানায়ঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেলোসি এবং কিশিদা তাইওয়ানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা নিজেদের দু’দেশের অভিন্ন নিবারক সক্ষমতা এবং একটি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করার অঙ্গীকার নিয়েও আলোচনা করেন।

কিশিদা বলেন, “আমরা নিশ্চিত করেছি যে, জাপান এবং যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করে যাবে”।

অন্যদিকে, পেলোসি টোকিওর মার্কিন দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা শুরু থেকেই বলেছি যে, এশিয়াতে আমাদের (যুক্তরাষ্ট্রের) প্রতিনিধিত্ব এখানকার ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য নয়, তাইওয়ানের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য।”

Comments (0)
Add Comment