এবার শেয়ারবাজারে সাকিবের মোনার্ক হোল্ডিংসের যাত্রা শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রোকারেজ হাউজ হিসেবে লেনদেন শুরু করেছে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেড। প্রতিষ্ঠানটি আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লেনদেন শুরু করেছে।

এ উপলক্ষে সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে মতিঝিল সিটি সেন্টারে অবস্থিত মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে দোয়া ও মোনাজাত হয়েছে।

এদিকে, একই দিনে লেনদেন শুরু করেছে ইউনুছ গ্রুপের একটি প্রতিষ্ঠান সোনালী সিকিউরিটিজ।

মোনার্ক হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলমগীর হোসাইন গণমাধ্যমকে বলেন, আজ থেকে লেনদেন শুরু করেছি। পরিকল্পনা আছে গ্রাহকদের আগ্রহের ওপর ভিত্তি করে দেশব্যাপী আমাদের কার্যক্রম ছড়িয়ে দেব। আশা করছি, শুরু থেকেই আমরা একটা ভালো লেনদেন নিয়ে ফিরতে পারবো।

ডিএসইর তথ্য অনুযায়ী, নতুন ৫৮টি প্রতিষ্ঠানের অনুকূলে ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫২টি প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করা হয়েছে। এসব অনুমোদনপ্রাপ্ত ট্রেকগুলো ডিএসই’র মালিকানা পাবে না। তবে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার কেনাবেচা করতে পারবে। অনুমোদনপ্রাপ্ত ট্রেকহোল্ডারদের মধ্যে প্রথম ধাপে ৪টি লেনদেন কার্যক্রম শুরু করেছে। বাকিগুলো ধারাবাহিকভাবে লেনদেন কার্যক্রম চালু করবে।