এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভো। তাঁকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সরকার।
জানা গেছে, এর আগে কারমেনের করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারো তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এবারের ফলাফলে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।