এনআইডি সেবায় হয়রানি, দুদকের টিম ইসিতে

জাতীয় পরিচয়পত্র সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনে (ইসি) গেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের ইটিআই ভবনে পৌঁছে প্রথম এনআইডি সেবা দেওয়া অংশ থেকে তথ্য সংগ্রহ করে দুদকের চার সদস্যের প্রতিনিধি দল।

পরে দুপুর দেড়টার দিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে বসেন তারা।

বৈঠকের আগে প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, এনআইডি সেবা সংক্রান্ত সমস্যা রয়েছে। আমরা ইটিআই ভবন থেকে কিছু তথ্য নিয়েছি। এখন ডিজি মহোদয়ের সঙ্গে কথা বলব। পরে এ বিষয়ে কথা বলতে পারব।

নির্বাচন কমিশনে গেছে (ইসি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

সম্প্রতি এনআইডি পাওয়ার ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এর আগে সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার তেজগাঁও রেজিস্ট্রেশন ও ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালায় দুদক।

Comments (0)
Add Comment