এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে: রিজভী

আওয়ামী লীগ সরকারের আমলের মতো বর্তমানেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদলকর্মীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম‍্য নয়।

ঠিকানা বাংলাদেশের সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বব্য দিচ্ছিলেন তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করে রিজভী বলেন, আপনারা যে ত্যাগ করেছেন তাকে সাধুবাদ জানাই। কিন্তু আপনারা যখন আন্দোলন করেছেন আমরা ঘরে বসে ছিলাম না আমরাও জেলে গিয়েছিলাম।

রিজভী আরও বলেন, কিন্তু আমরা তো এরপর আর ক্ষমতার ভাগ চাইছি না৷ এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি প্রতিটি মিনিস্ট্রি তে একটি করে কমিটি করে তাহলে তো আর্টিকুলেশন রাষ্ট্র হবে না। বিপন্ন অবস্থা হবে।

তরুণদের সতর্কবার্তা দিয়ে রিজভী বলেন, এরকম চললে দেশে আবার দুর্নীতি শুরু হবে। আপনারা আওয়াজ তুলুন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আমরা আর চাই না। সরকার এবং রাজনৈতিক দলগুলো সেভাবে সিদ্ধান্ত নেবে।

Comments (0)
Add Comment