এখনও অনিশ্চয়তায় নারী ফুটবলের ভবিষ্যৎ

প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নারী ফুটবলের অনিশ্চয়তা যেন কাটছেই না। চলমান সংকট নিরসনে এখনও পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আসছে না কোনো ইতিবাচক বার্তা। ‘বিদ্রোহী’ ফুটবলারদের পক্ষ থেকেও মেলেনি কোনো সবুজ সংকেত।

ফুটবলের আকাশে ঘোর অমানিশা। বেশ কিছুদিন ধরেই নারী ফুটবলারদের সাথে চলছে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব। মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরেই সরগরম ফুটবল পাড়া।

সংকট সমাধানে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের দিকেই তাকিয়ে আছেন সবাই। তবে তিনিও যেন ঠিক সুরাহা করতে পারছেন না।

যথারীতি বাফুফে ভবনে এসেছেন বাফুফে প্রধান। তবে গণমাধ্যম এড়িয়ে চলছেন তিনি। গেল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিলেও বিদ্রোহী ১৮ ফুটবলারকে এখন পর্যন্ত অনুশীলনে আনতে পারেননি সভাপতি। এদিকে ফুটবলাররাও জানিয়েছেন, আগের অবস্থানে এখনও অনড় তারা।

গুঞ্জন আছে, নারী ফুটবলারদের সঙ্গে নতুন চুক্তি করেছে বাফুফে। যেখানে গেল সাফজয়ী দলের কয়েকজন ফুটবলারও আছেন। তবে সাবিনা, সানজিদা-ঋতুপর্ণা চাকমারা এখনও নিজেদের জায়গায় অটল থাকায় তাদেরকে চুক্তিতে রাখা হয়নি।

আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে যাবে নারী ফুটবল দল। সেখানে স্বাগতিক নারী দলের সঙ্গে প্রথম ম্যাচ ২৬ ফেব্রুয়ারি ও পরের ম্যাচ হবে ২ মার্চ।

Comments (0)
Add Comment