রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৮ কেজি ওজনের একটি চিতল মাছ; যার দাম হাঁকা হয়েছে ১৪ হাজার ৮শ টাকা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ১৪ হাজার ৮শ টাকায় কিনে নিয়েছেন।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে চিতল মাছটি ধরা পড়ে। জেলে সরাসরি দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের আনু খাঁর আড়তে নিয়ে আসেন। সেখানকার আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে আমি ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে চিতল মাছটি মোট ১৪ হাজার ৮শ টাকায় কিনে নিয়েছি। মাছটি কেজিতে কিছু লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে বিক্রি করে দেব।