এআই সিস্টেমের ভুলে চিপসের প্যাকেটকে পিস্তল ভেবে মার্কিন কিশোরকে আটক পুলিশের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ভুল শনাক্তে যুক্তরাষ্ট্রে এক কিশোরকে সশস্ত্র পুলিশ গ্রেফতার করেছে । এআই সিস্টেমটি দাবি করেছিল, কিশোরটির হাতে বন্দুক রয়েছে। কিন্তু পরে জানা যায়, সে হাতে ধরে ছিল শুধু একটি চিপসের প্যাকেট।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে। ১৬ বছর বয়সী শিক্ষার্থী তাকি অ্যালেন বলেন, ‘হঠাৎ দেখি প্রায় আটটি পুলিশ গাড়ি এসে থামল। সবাই বন্দুক তাক করে চিৎকার করছে— ‘মাটিতে শুয়ে পড়ো’।

বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগ জানায়, তারা প্রাপ্ত তথ্য অনুযায়ী ‘যথাযথ ও পরিস্থিতি উপযোগী’পদক্ষেপ নিয়েছিল। বিভাগটির দাবি, এআই সতর্কবার্তাটি প্রথমে পর্যালোচকদের কাছে পাঠানো হয়, যারা বিষয়টিকে ‘হুমকিহীন’ বলে চিহ্নিত করেন। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক সেই তথ্যটি উপেক্ষা করে নিরাপত্তা টিমকে জানান, যারা পরে পুলিশকে খবর দেয়।

 

অ্যালেন জানান, ফুটবল অনুশীলন শেষে তিনি এক প্যাকেট ডরিটোস খেয়ে খালি প্যাকেটটি পকেটে রেখেছিলেন। প্রায় ২০ মিনিট পরই পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হাঁটু গেড়ে বসতে বলে ও হাতকড়া পরায়। তবে পুলিশ পরে জানায়, অ্যালেনকে গ্রেফতার করা হয়নি— কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে সাময়িকভাবে আটক করা হয়।

এই ঘটনা যুক্তরাষ্ট্রে স্কুলে এআই-ভিত্তিক নজরদারি ব্যবস্থার কার্যকারিতা ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

সূত্র: বিবিসি নিউজ।