মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য ও প্রাণিসম্পদের প্রতি সচেতন করা গেলে, দেশ সামনের দিকে আরো এগিয়ে যাবে।
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য উদ্ভাবনী ধারণা মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে। তিনি সকল দপ্তর সংস্থাকে আগামীতে আরও বেশি সংখ্যক উদ্ভাবনী ধারণা প্রদানের আহ্বান জানান।
বুধবার ( ৭ মে) সকালে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ইনোভেশন শোকেসিং, ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, উদ্ভাবন যত বেশি পরস্পর আদান-প্রদান করা যাবে, তা তত বেশি সফল হবে। উদ্ভাবনের সুফল পেতে হলে, তা গ্রামগঞ্জের মানুষের নিকট পৌঁছে দিতে হবে। তিনি উদ্ভাবন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ষষ্ঠ ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মো. ইমাম উদ্দীন কবীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর। এ সময় দপ্তর ও সংস্থার প্রধানগণসহ ইনভেশন টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
– বাসস