উত্তরার ঘটনায় হতাহতদের জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া

উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে। সেই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।

গতকাল সোমবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় হতাহতদের জন্য মঙ্গলবার (২২ জুলাই) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের স্বাক্ষরিত ওই বিবৃতিতে দেশের সব খতিব, ইমাম, মোয়াজ্জিন, মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের এ আয়োজনে অংশ নিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এদিন বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কেন্দ্রীয়ভাবে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। রাজধানীসহ দেশের প্রতিটি এলাকার মসজিদে একইভাবে এই আয়োজন করতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।