উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজ সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে। সেই সঙ্গে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল সোমবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় হতাহতদের জন্য মঙ্গলবার (২২ জুলাই) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের স্বাক্ষরিত ওই বিবৃতিতে দেশের সব খতিব, ইমাম, মোয়াজ্জিন, মসজিদ কমিটি ও সংশ্লিষ্টদের এ আয়োজনে অংশ নিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
এদিন বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কেন্দ্রীয়ভাবে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। রাজধানীসহ দেশের প্রতিটি এলাকার মসজিদে একইভাবে এই আয়োজন করতে বলা হয়েছে।
সরকারের পক্ষ থেকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মঙ্গলবারকে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।