উত্তপ্ত সিকিমের ভারত-চীন সীমান্ত। দেশ দুইটির সেনাবাহিনীর মধ্যে ‘সংঘর্ষের’ ঘটনা ঘটেছে বলে খবরে বলা হয়েছে।
সূত্রের খবর, শনিবার নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতীয় ও চীনা সেনারা। জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশই সীমান্ত বরাবর পেট্রোলিং চালাচ্ছিল। সেই সময় সেনাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনাদের সঙ্গে হাতাহাতিতে অন্তত ১৫ থেকে ২০ জন ভারতীয় সেনা জড়িয়ে পড়ে। এছাড়া দুই দেশের সেনাদের মধ্যে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
এতে দুপক্ষেরই কয়েকজন জওয়ান আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। তবে ইতিমধ্যে এই ঘটনা মীমাংসা হয়ে বলে জানিয়েছে কয়েকটি সূত্র।
এর আগে ২০১৭ সালের আগস্টে দেশ দুইটির সেবা বাহিনীর মধ্যে ‘সংঘর্ষের’ ঘটনা ঘটে।