ঈদের ছুটি শেষে ফের চলতে শুরু করেছে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে চলাচল করা গণপরিবহন মেট্রোরেল চলতে শুরু করেছে। একইসঙ্গে সারা দেশে চলাচল করা বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে। ঈদের দিন একদিনের জন্য এসব সেবা বন্ধ থাকলেও বুধবার থেকে নিয়মিত সময়সূচিতে যাত্রীসেবা চালু হয়েছে।

ঈদের আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, শুধুমাত্র ঈদের দিন (মঙ্গলবার) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। বুধবার সকাল থেকেই উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নিয়মিত ট্রিপ শুরু হয়। সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেনটি মতিঝিলের উদ্দেশে রওনা দেয়। অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের দিকে ছাড়ে। ডিএমটিসিএল-এর ফেসবুক পেজে এ সংক্রান্ত সময়সূচি প্রকাশ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের দিন সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল স্থগিত ছিল। তবে ঈদের আগে যাত্রীচাপ সামাল দিতে সব ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছিল। ঈদের পর বুধবার থেকে ট্রেনের ডে-অফ পুনর্বহাল করা হয়েছে। রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার ভোরে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে পর্যটক এক্সপ্রেস ছাড়ে সকাল ৬টা ১৫ মিনিটে। এদিকে, ঈদপরবর্তী যাত্রীসেবা সহজ করতে রেলওয়ে কর্তৃপক্ষ অতিরিক্ত কাউন্টার খোলা ও স্টেশনে নিরাপত্তা জোরদার করেছে বলে জানান ঢাকা স্টেশনের একজন কর্মকর্তা।

Comments (0)
Add Comment