ঈদের আগে প্রতি বছরই প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স বেড়ে যায়। প্রয়োজনীয় কেনাকাটার সঙ্গে দান-সদকা, জাকাত বিতরণসহ পরিবার-পরিজনের বাড়তি ব্যয় থাকে। এরই ধারাবাহিকতায় চলতি এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত প্রবাসীরা ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
এ মাসের ১৪ দিনে দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১০৭ টাকা হিসেবে পাঠানো রেমিট্যান্স প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা।
সর্বশেষ সেপ্টেম্বর থেকে টানা ছয় মাস দেড় বিলিয়ন ডলারের ঘরেই থেমে যায় রেমিট্যান্স। গত বছরের আগস্টে এসেছিল ২০৩ কোটি ডলারের বেশি। এরপর চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে টানা দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসে।
রোববার (১৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিলের ১৪ দিনে বৈধপথে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৩২ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৯ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে রেমিট্যান্স বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার পাশাপাশি রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্ত শিথিল করেছে। পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দেওয়া হয়েছে।