ঈদের আগের দিন সড়কে ঝরল ১৮ প্রাণ

ঈদের আগের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৮ জনের প্রাণ ঝরেছে। এদের মধ্যে গাইবান্ধায় আটজন, ময়মনসিংহে চারজন, ঝিনাইদহে দুজন, কিশোরগঞ্জে দুজন ও টাঙ্গাইলে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার চালকসহ তিনজন, গোবিন্দগঞ্জে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ প্রাণের ছেলে ইমরুল (২০) ও নছুর উদ্দিনের ছেলে অটো চালক গনি মিয়া (৪০)। বাকিরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রইচ উদ্দিন (৬০), আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আকতার (২৬)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫), তার ছেলে মো. হাসান মিয়া (৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসুটা গ্রামের মো. মন্নাছ মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২৫) ও একই উপজেলার সাধুপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হবি (৪৫)।

ঝিনাইদহ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- হরের পাগলা কানাই এলাকার শিমুল হোসেনের মাদরাসাপড়ুয়া ছেলে আদনান (১০) ও কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে কলেজছাত্র কাজল (১৮)। এসময় আরও দুজন আহত হয়েছেন। তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল
ঈদযাত্রায় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন ও বাসের ছাদ থেকে ছিটকে পড়ে দুজন নিহত হয়েছেন। বাসের ছাদ থেকে পড়ে নিহতের নাম রানা ইসলাম (২৩)। নিহত রানা পাবনা জেলার চাটমোহর উপজেলার দাড়িয়া কয়ড়াপাড়া গামের মোতালেবের ছেলে। স্ত্রী ও মাকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তিনি।

অপরদিকে, কালিহাতী এলাকায় টেনের ছাদ থেকে পড়ে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন, পান্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি গ্রামের দুলাল মিয়া (৪৫) ও একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের শাহাব উদ্দিন (৫৫)।

সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে মাইক্রোবাস চালকসহ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনার পর প্রায় এক কিলোমিটারজুড়ে যানজট লেগে যায় বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার এএসআই মো. কিশোর। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যয়।