ইসলামাবাদ ও পাঞ্জাবের স্কুলগুলোয় ছুটি ঘোষণা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে ভারত হামলা চালানোর পর পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার সময় এমন ঘোষণা দেওয়া হয়।

ভারত বলেছে, গতকাল মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৬টি জায়গায় হামলা চালিয়েছে তারা। ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত মাসে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়। পেহেলগামের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।