ইসরায়েলকে স্বীকৃতির দায়িত্ব নিয়ে ক্ষমতায় সরকার: ইমরান

পাকিস্তানেরে সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খান অভিযোগ করে বলেছেন, ‘বর্তমান সরকার (শেহবাজ শরীফের নেতৃত্বাধীন) পাকিস্তানের নিরাপত্তার জন‌্য হুমকি। তারা মূলত ইসরায়েলকে স্বীকৃতি এবং কাশ্মির বিষয়ে ভারতের সঙ্গে আপোষ করার দায়িত্ব নিয়ে ক্ষমতায় রয়েছে।’

রোববার খাইবার পাখতুনখাওয়ার চরসাদ্দায় দলের কর্মীদের এক সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

ইমরান খান বলেন, “পিটিআই সরকার ৩০ শতাংশ কম দামে পেট্রোল আমদানির জন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ভয়ে ‘আমদানি করা সরকার’ সেই চুক্তি বাতিল করে এবং দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে।”

গত ২৫ মে ‘আজাদী মার্চে’পিটিআই কর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দা জানিয়ে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী লং মার্চের সময় পুলিশের ‘বর্বরতা’ মোকাবেলার জন্য তার দল সম্পূর্ণভাবে প্রস্তুত থাকবে।

ইমরান খান বলেন, ‘আমরা এসব চোর ও আমেরিকার দাসদের মেনে নেব না। যারা দেশকে লুট করেছে। তাদের বিরুদ্ধে আমার দল আন্দোলন চালিয়ে যাবে।’

Comments (0)
Add Comment