পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কট্টরপন্থি ইসলামী দল তেহরিক-ই-লাবাইক পাকিস্তানের (টিএলপি) এ কর্মসূচির ডাক দেয়। দলটির এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সোমবার দেশটির ব্যস্ততম মহাসড়ক গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এ সংঘর্ষ হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ সদস্য, তিনজন বিক্ষোভকারী ও একজন পথচারী রয়েছেন
টিএলপির ডাকা এই ইসরায়েলবিরোধী মার্চ বিক্ষোভ শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখে শুরু হয়। প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ এই মিছিলের পথেই একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালানো হয়। এ সময় বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষের পর ইসলামাবাদের প্রবেশ ও বহির্গমন পথ আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। এটি বিক্ষোভ শুরুর পর থেকেই বন্ধ ছিল।
অন্যদিকে টিএলপির দাবি, পুলিশ প্রথমে গুলি চালিয়েছে। এতে তাদের নেতা সা’দ রিজভি গুলিবিদ্ধ হন। দলটির পক্ষ থেকে জানানো হয়, রিজভি ৩টি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।
এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে সা’দ রিজভি বলেন, আমাদের মিছিলের উদ্দেশ্য ছিল কেবল ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানো। আমরা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে এগিয়ে যাচ্ছি।
রয়টার্স জানিয়েছে, সংঘর্ষ নিয়ে প্রাদেশিক সরকারের কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।