ইসরাইলে পাওয়া গেলো সাড়ে দশ হাজার বছর পুরনো বেতের ঝুড়ি

ইসরাইলে সামান্য মাটি খুঁড়তেই পাওয়া গেছে ১০ হাজার ৫০০ বছরের পুরনো একটি বেতের তৈরি ঝুড়ি। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি পানি বহনের কাজে ব্যবহার করা হতো।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের পুরনো এ নিদর্শনটি দেশটির জুডিয়ান মরুভূমির নিচে পাওয়া গেছে। এ ধরনের আবিষ্কারের মধ্যে এটিই সবচেয়ে পুরনো।

ইসরাইলের বেসামরিক প্রত্নতাত্ত্বিক বিভাগের গবেষক ড. হাইম কোহেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৯২ লিটার পানি ধারণক্ষমতার কলসি বহনে সক্ষম এই ঝুড়ি। এটি প্রাক-পটারি নিওলিথিক (পিপিএন) সময়কালে প্রায় সাড়ে ১০ হাজার ৫০০ বছর আগে তৈরি করা হয়েছে।

তিনি বলেন, আমার সারা জীবনের আবিষ্কারের মধ্যে এটাই সবচেয়ে চমকপ্রদ। বেতের বুনন দেখে মনে হচ্ছে দুজন কারিগর এটা বানিয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন বাঁ-হাতি।প্রাচীন মানুষ যারা এটি তৈরি করেছিলেন তারা সম্ভবত গুহায় বসবাস করতেন না, বরং এটি পানি সঞ্চয় করার জন্য ব্যবহার করতেন।

Comments (0)
Add Comment