ইলেকট্রিক সুপারকার ‘নেভেরা’ নির্মাতা প্রতিষ্ঠান রিমাচ টেকনোলজি বৈদ্যুতিক গাড়ির (ইভি) জন্য নতুন প্রজন্মের সলিড-স্টেট ব্যাটারি প্যাক উন্মোচন করেছে। জার্মানির আইএএ মোবিলিটি ২০২৫ অনুষ্ঠানে এই নতুন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। অ্যাস্টন মার্টিন ও কোনিগসেগের মতো ব্র্যান্ডের যন্ত্রাংশ সরবরাহকারী রিমাচের দাবি, এই ব্যাটারি প্রচলিত ব্যাটারির চেয়ে ওজনে হালকা, বেশি নিরাপদ ও শক্তি সাশ্রয়ী হবে।
সলিড-স্টেট ব্যাটারিকে ইলেকট্রিক গাড়ির ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি গাড়ির কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচও কমাতে সক্ষম হবে।
রিমাচ এই নতুন ব্যাটারি তৈরিতে প্রোলজিয়াম ও মিতসুবিশি কেমিক্যাল গ্রুপের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। তবে এই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার বেশ ধীরগতিতে এগোচ্ছে। নিসান ২০২৮ সালের মধ্যে তাদের প্রথম সলিড-স্টেট ব্যাটারিচালিত গাড়ি বাজারে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে রিমাচ তাদের নতুন এই ব্যাটারি কবে নাগাদ গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি।