ইরানি প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল

ইরানি সংবাদমাধ্যমের দাবি

তেহরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় গত ১৫ জুন ইরানের প্রেসিডেন্ট, সংসদ স্পিকার এবং বিচার বিভাগের প্রধানকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এক প্রতিবেদনে এ দাবি করেছে।

আইআরজিসি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, তেহরানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলাকালে ইসরায়েলের হামলায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পায়ে হালকা আঘাত পান।

প্রতিবেদনে বলা হয়েছে, যে ভবনে সভা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে প্রবেশের পথ বন্ধ করার জন্য ৬টি ক্ষেপণাস্ত্র বা বোমা ব্যবহার করা হয়েছিল। কিন্তু কর্মকর্তারা জরুরি অবস্থা থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভবন থেকে পালানোর সময় পেজেশকিয়ান আহত হন। কোনো গুপ্তচর ইসরায়েলকে এ বৈঠকের তথ্য দিয়েছিল কিনা তা জানতে তদন্ত চলছে। এতে আরও দাবি করা হয়েছে, কথিত হত্যাচেষ্টাটি বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার হামলার আদলে করা হয়েছিল।

যদিও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

তবে গত সপ্তাহে পেজেশকিয়ান বলেছিলেন, ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে। কিন্তু কথিত ‘হত্যাচেষ্টা’র তারিখ নির্দিষ্ট করে বলেননি তিনি। এমনকি এটি গত মাসে চলা সংঘাতের সময় ঘটেছিল কি না তাও উল্লেখ করেননি।

মার্কিন উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘তারা (ইসরায়েল) চেষ্টা করেছিল। হ্যাঁ, তারা সেই অনুযায়ী কাজ করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ’

– টাইমস অব ইসরাইল