সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার অন্যতম উপায় হলো ইনস্টাগ্রাম রিল। আর এই রিলকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ইনস্টাগ্রাম নিয়ে এসেছে বিভিন্ন টুলস যার মাধ্যমে আপনি টেক্সট, স্টিকার, মিউজিকসহ নানা ইফেক্ট যুক্ত করতে পারেন। ঠিকভাবে এসব ব্যবহার করতে পারলে রিলের ভিউ যেমন বাড়বে, তেমনি দর্শকদের মনেও থাকবে আলাদা প্রভাব। রিল রেকর্ড করার সময় বাম পাশে একটি টুল মেনু দেখতে পাবেন। সেখানে রয়েছে নিচের অপশনগুলো।
মিউজিক
এখান থেকে আপনি ইনস্টাগ্রামের লাইব্রেরি থেকে পছন্দের গান খুঁজে নিতে পারবেন। চাইলে গানটির নির্দিষ্ট অংশ বেছে নিতে পারবেন। যদি গানটিতে লিরিক্স থাকে, তাহলে তা কীভাবে স্ক্রিনে দেখাতে চান তা কাস্টোমাইজও করতে পারবেন ফন্ট স্টাইল ও স্লাইডার ব্যবহার করে।
টেক্সট
প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন। নিচের দিকে থাকা ‘+’ আইকনে ক্লিক করুন। এবার নিচের দিকে রিল অপশনে যান। এর ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা ও ফোনের গ্যালারি একই সঙ্গে দেখা যাবে। এরপর স্ক্রিনের ওপরের বাম কোণে ক্যামেরা আইকনে ক্লিক করে নতুন রিল তৈরি করতে পারেন। রিল তৈরি বা এডিট করার স্ক্রিনে নিচের দিকে থাকা টেক্সট আইকনে (Aa) ক্লিক করুন। এবার পছন্দমতো টেক্সট টাইপ করুন। নিচের দিকে থাকা বিভিন্ন অপশন ব্যবহার করে তা কাস্টমাইজ করতে পারবেন।
স্টিকার
এড ইউর স্টিকার ব্যবহার করে ভিউয়ারদের অংশগ্রহণ বাড়ানো যায়। এখানে জনপ্রিয় কিছু স্টিকারের তালিকা থাকবে, যেখান থেকে আপনি পছন্দমতো একটি বেছে নিতে পারেন।
ইফেক্ট
এটি ব্যবহার করে বিভিন্ন ক্যামেরা ইফেক্ট যুক্ত করা যায়। ওপরের দিকে সোয়াইপ করে জনপ্রিয় ইফেক্টগুলো দেখতে পারবেন, আবার চাইলে সার্চ অপশন থেকে নির্দিষ্ট ইফেক্টও খুঁজে নিতে পারবেন।
গতি নিয়ন্ত্রণ
রিলের ভিডিও ও অডিও উভয়ের গতিবেগ নিয়ন্ত্রণ করতে পারবেন। ধীর গতির বা দ্রুত গতির ভিডিও তৈরি করার জন্য এটি অত্যন্ত কার্যকর।
লে-আউট
রিলের লে-আউট পরিবর্তনের জন্য এই টুল ব্যবহার করতে পারেন। এতে আপনি বিভিন্ন গ্রিড বা স্কেলের লে-আউট নির্বাচন করতে পারবেন।
রিলের দৈর্ঘ্য
এখান থেকে রিলের সময়সীমা নির্ধারণ করা যায়। রেকর্ডিংয়ের আগে একটি কাউন্টডাউন দেখা যাবে, যা প্রস্তুতির জন্য সময় দেয়।
ডুয়াল ক্যামেরা
ফোনের সামনের ও পেছনের উভয় ক্যামেরা ব্যবহার করে একসঙ্গে রিল রেকর্ড করার সুযোগ দেয় এই অপশনটি।
ক্লিপ মিলিয়ে রেকর্ড
প্রথম ক্লিপ রেকর্ড করার পর এই অপশনটি সক্রিয় হয়। এটি ব্যবহার করে আগের ক্লিপের শেষ অংশ মিলিয়ে পরের ক্লিপ রেকর্ড করা যায়, যাতে ভিডিও আরও পরিপাটি ও প্রফেশনাল দেখায়।
– ইনস্টাগ্রাম