ইনস্টাগ্রামে আসছে ‘পিকচার-ইন-পিকচার’ ফিচার, রিলসের দেখার নিয়ম

ইনস্টাগ্রাম এবার ইউটিউবের মতো নতুন সুবিধা নিয়ে পরীক্ষা চালাচ্ছে। প্ল্যাটফর্মটি ‘পিকচার-ইন-পিকচার’ মোড চালু করতে যাচ্ছে, যেখানে ব্যবহারকারীরা অ্যাপ বন্ধ করার পরও ছোট ভেসে থাকা উইন্ডোতে রিলস দেখতে পারবেন। ফলে একদিকে ভিডিও চলতে থাকবে, অন্যদিকে ব্যবহারকারী একই সঙ্গে মেসেজ রিপ্লাই, রাইড বুকিং বা অন্য অ্যাপ ব্যবহারের মতো কাজ করতে পারবেন।

প্রথমে এই ফিচারটির তথ্য ফাঁস করেন অ্যাপ গবেষক রাদু অন্সেস্কু। পরে মেটা টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছে, সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হয়েছে। যদি আপনার অ্যাকাউন্টে নতুন ফিচারটি সক্রিয় থাকে, তবে একটি পপ-আপ আসবে যেখানে ‘পিকচার-ইন-পিকচার’ ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেয়া হবে।

 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীর অ্যাপ ব্যবহারের সময় যেমন বাড়বে, তেমনি রিলসের ভিউ ও রিটেনশন টাইমও বাড়বে। বিশেষত লম্বা রিলস তৈরি করা ক্রিয়েটরদের জন্য এটি সহায়ক হবে। তবে চাইলে ব্যবহারকারীরা এই ফিচার বন্ধও করতে পারবেন। এজন্য কোনো রিল দেখার সময় ডান পাশে থাকা তিন-ডট মেনুতে গিয়ে ‘পিকচার-ইন-পিকচার’ টগল অফ করতে হবে।

উল্লেখ্য, কয়েক মাস আগে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি ঘোষণা করেছিলেন যে, খুব শিগগিরই রিলসে ‘পিকচার-ইন-পিকচার’মোড চালু করা হবে। ইউটিউব ও টিকটক অনেক আগেই এই ফিচার চালু করলেও ইনস্টাগ্রাম এতদিন তা করেনি। বর্তমানে এটি সীমিত পরিসরে পরীক্ষাধীন থাকলেও, সবার জন্য কবে উন্মুক্ত করা হবে তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস