ইজতেমায় ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা, আখেরি মোনাজাত কাল

নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) খিত্তায়-খিত্তায় জিকির আসকার, ইবাদত বন্দেগি ও বয়ান শুনে সময় পার করছেন মুসল্লিরা। আসরের নামাজের পর হয় যৌতুকবিহীন বিয়ে। আগামীকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য আটটি‌ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আজ বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯ টায় তালিম হয়। তালিমের মওজু (ফজিলত ও আদব) মুফতি ইয়াকুব।‌ ১০টা  থেকে শুরু হয় খিত্তায় খিত্তায় তালিম। জোহরের নামাজের পরে বয়ান হয় যার তরজমা করেন মাওলানা মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করেন হাফেজ মঞ্জুর। তরজমায় ছিলেন মাওলানা রুহুল আমিন। আসরের বয়ানের পরে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হয়।

বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ যার তরজমায় মাওলানা মুনির বিন ইউসুফ। এছাড়া রোববার ফজরের নামাজের পর বয়ান করবেন ভারতের মোরসালিন, তরজমায় মাওলানা ওসামা ইসলাম। হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলিগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। আগামীকাল রোববার আখেরি মোনাজাত হবে। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

ইজতেমায় বিদেশি মুসল্লি: গেল রাত দশটা পর্যন্ত মোট ৪৯ দেশের ১ হাজার ৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছেন।  তারা ইজতেমার বিদেশি কামরার অবস্থান করছেন। এছাড়া বিদেশি মেহমান আসা চলমান আছে।

আরও দুই মুসল্লির মৃত্যু: এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে সাদ কান্দলভির অনুসারীদের বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু হলো।

আজ মারা যাওয়া দুই মুসল্লি হলেন- শরীয়তপুরের নড়িয়া উপজেলার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০) এবং বগুড়ার চকপাতালিয়া গ্রামের মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন  (৭৫)।

শুক্রবার রাত সাড়ে ১০টায় ২৭ নং খিত্তায় মারা যান মোহাম্মদ আব্দুল আজিজ শেখ। এছাড়া রাত ২টা ৫ মিনিটে নাজমুল হোসেন শ্বাসকষ্ট অনুভব করেন। পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এবারের ধাপে তিনজন মুসল্লির মৃত্যু হলো।

যৌতুকবিহীন বিয়ে: শনিবার বাদ আসর বিদেশি মেহমানদের এক নং ভবনের সামনে মাসোয়ারার কামড়ায় ৯টি যৌতুকবিহীন বিয়ে হয়। বিয়ের খুতবা পাঠ করেন মাওলানা ইউসুফ বিন সাদ। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে খুরমা খেজুর বিতরণ করা হয়। বিয়ের দেনমোহর কনে পক্ষ ও বর পক্ষের আলাপ আলোচনা‌ ও  সম্মতিতে নির্ধারণ করা হয়।

যাদের বিয়ে সম্পন্ন হয়েছে তারা হলেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি,  মাফিন খান,   গোলাম মোস্তফা,  নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম, মো. সাজ্জাদ হোসেন ও সজিব খান।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। সেই ঘটনার প্রেক্ষিতে ওই রটনাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। তাকে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন,  রবিবার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত হবে। এর মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের ইজতেমা। বিগত ইজতেমার আখেরি মোনাজাতের আগে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও এবার যানবাহন চলাচল সচল থাকবে।

Comments (0)
Add Comment