রাশিয়া দাবি করেছে, তাদের সেনারা ইউক্রেনের খারকিভের কাছে উত্তর-পূর্ব সীমান্ত শহর ভোভচানস্কে প্রবেশ করেছে। ইউক্রেনীয় বাহিনী জানায়, শহরটিতে তুমুল লড়াই চলছে। কয়েক শ সৈন্য গত শুক্রবার সীমান্ত পেরিয়ে খারকিভ অঞ্চলে স্থল অভিযান শুরু করে। তারা অন্তত ৯টি গ্রাম ও আবাসিক এলাকা দখল করে নিয়েছে।
২০২২ সাল থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাত শুরুর পর এটি রাশিয়ার অন্যতম তাৎপর্যপূর্ণ স্থল অভিযান। রাশিয়ার হামলার পর থেকে সীমান্ত শহর ভোভচানস্ক ছেড়ে লোকজন খারকিভ শহরের দিকে ছুটছে। এমনকি ইউক্রেনীয় কমান্ডাররাও সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ইউক্রেনীয় বাহিনী জানায়, রাশিয়া এই লড়াইয়ে উল্লেখযোগ্য সংখ্যায় সেনা নিয়োগ করেছে।
এই লড়াইয়ে সর্বোচ্চ পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে। খারকিভ শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে ভোভচানস্ক শহরটির অবস্থান। সীমান্ত শহরটিতে গত কয়েক দিন ধরে তুমুল বোমাবর্ষণ করা হচ্ছে।
সূত্র : এএফপি