পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিশ্বশক্তিকে হাতে হাত রেখে ইউক্রেনকে রাশিয়ার আক্রমণ থেকে উদ্ধার করার জন্য আহ্বান জানিয়েছেন।
আন্দ্রেজ ডুদা ইউক্রেনের একটি প্রসূতি ও শিশু হাসপাতালে সাম্প্রতিক রাশিয়ান হামলাকে “বর্বরতা এবং গণহত্যা” হিসেবে বর্ণনা করেছেন এ তথ্য দিয়ে নাইজেরিয়া থেকে প্রকাশিত ডেইলি পোস্টের এক প্রতিবেদনে বলা হয়ঃ
সিএনএন জানিয়েছে- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে প্রেসিডেন্ট ডুদা বলেন, “মুক্ত বিশ্বের প্রতিনিধি হিসেবে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। আমাদের ইউক্রেনকে উদ্ধার করতে হবে, সাহায্য করতে হবে এবং সে ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, “১৫ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী ইতিমধ্যেই পোল্যান্ডে রয়েছেন। যেভাবে সাধারণ পোলিশ পরিবারগুলো ওই শরণার্থীদের নিজেদের ‘ব্যক্তিগত বাড়িতে’ গ্রহণ করেছে তাতে তিনি “গর্বিত” উল্লেখ করে ডুদা বলেন, ইউক্রেনের শরণার্থীদের কাউকেই ক্যাম্পে রাখা হচ্ছে না। তাদের বরং ব্যক্তিগত বাড়িতে রাখা হচ্ছে।”