‘গ্রিন টি’র পরে এবার দেশের বাজারে আসছে ‘হোয়াইট টি’। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে এক কেজি ‘হোয়াইট টি’ বিক্রি হয়েছে পাঁচ হাজার ১০ টাকায়। এর ক্রেতা সেলিম টি হাউজ। চা নিলাম কেন্দ্রে এটি ১৭তম নিলাম।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে ১৭তম নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে ‘হোয়াইট টি’ প্রতি কেজি বিক্রি হয় পাঁচ হাজার ১০ টাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) পরিচালক হেলাল আহমদ।
তিনি বলেন, ‘আজ প্রথমবারের মতো পঞ্চগড়ের ‘হোয়াইট টি’ শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে নিলাম প্রস্তাব করা হয়েছে। নিলাম প্রস্তাবটি করে শ্রীমঙ্গল ব্রোকারস লিমিটেড। নিলামে এক কেজি চা পাতা পাঁচ হাজার ১০ টাকায় বিক্রি হয়েছে।’
টিপিটিএবি সূত্রে জানা যায়, সকাল থেকে শুরু হয় দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রের ১৭তম চা নিলাম কার্যক্রম। বিভিন্ন চা বাগান থেকে আসা ৬০ হাজার কেজি চা পাতা নিলামে ডাকা হয়। যার বিক্রয় মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে জানান নিলাম পরিচালনাকারী কর্মকর্তারা।
নিলামে প্রথম অংশগ্রহণ করে পঞ্চগড়ের চা বাগানের মালিকরা। তাদের চা পাতা ভালো দামে বিক্রিও হয়। পাতাগুলো ক্রয় করে শ্রীমঙ্গলের সেলিম টি হাউজ।
দেশের বেশিরভাগ চা উৎপাদন হয় মৌলভীবাজার অঞ্চলে। চলতি মাসে আরও তিনটি নিলাম অনুষ্ঠিত হবে জানিয়েছে শ্রীমঙ্গল টি ব্রোকারর্স।
শ্রীমঙ্গল ব্রোকার হাউজ সূত্রে জানা যায়, করোনা-পরবর্তী পরিস্থিতিতে চায়ের নিলাম আশাব্যঞ্জক। মূলধারার চায়ের সঙ্গে ভালো মানের গ্রিন টি’র চাহিদা শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে অনেকাংশ বৃদ্ধি পেয়েছে। এখন বাজারে এসেছে ‘হোয়াইট টি’। এটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।