আরও দুইদিন বন্ধ থাকবে সঞ্চয়পত্র বিক্রি

সফটওয়্যার হালনাগাদের কাজ চলায় গত বৃহস্পতিবার বন্ধ থাকা সঞ্চয়পত্রের সেবা কার্যক্রম আরও দুদিন বন্ধ থাকবে। সঞ্চয়পত্র অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছেম,সফটওয়্যার হালনাগাদ করার প্রয়োজনে  গত বৃহস্পতিবার থেকে সঞ্চয়পত্রের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রাখা হয় । ফলে কোনো ধরনের সঞ্চয়পত্র বিক্রিসহ বিভিন্ন স্কিমের মুনাফার অর্থ তোলা যাচ্ছে না। এতে ক‌রে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক।

এ বিষয়ে সঞ্চয়পত্র অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ চলছে। আরও এক দুইদিন সময় লাগবে। আগামী বৃহস্পতিবার থেকে বিক্রিসহ সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু হবে।

Comments (0)
Add Comment