আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎবিচ্ছিন্ন গোটা এলাকা

ঢাকার সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ৪০০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে আগুন লেগেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরও একটি ইউনিট যোগ দেয়।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘সকাল ৭টা ১৫ মিনিটে আমরা আগুনের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট সকাল ৭টা ২০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

যদিও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (জোন-৪) মো. আলাউদ্দিন বলেন, ‘আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে, আমরা কাজ করছি।’

এইকে গ্রিডে আগুন লাগার কারণে সাভারের আমিনবাজার থেকে শিমুলতলা পর্যন্ত গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পল্লি বিদ্যুৎ সমিতি-৩-এর সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইন্টেনেন্স) সিজান আহমেদ বলেন, আগুনের কারণে সকাল ৭টা ১৫ মিনিট থেকে আমিনবাজার থেকে শুরু করে হেমায়েতপুর চামড়া শিল্প নগরীসহ সাভারের শিমুলতলা এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে, তা জানাতে পারেননি এই কর্মকর্তা।

Comments (0)
Add Comment