পাইকারি, খুচরা ও সঞ্চালণ তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম আরেক দফা বাড়িয়েছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এক সংবাদ সম্মেলনে মূল্য বৃদ্ধির এই ঘোষণা দিয়ে বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, মার্চ থেকে এ দাম কার্যকর হবে।
বিদ্যুতের পাইকারি মূল্য গড়ে ৪.৭৭ টাকা/ কি.ও.ঘ থেকে বৃদ্ধি করে শতকরা ৮.৪ ভিত্তি করে ৫.১৭ টাকা করা হয়েছে। খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৬.৭৭ টাকা/কি.ও.ঘ থেকে শতকরা ৫.৩ বৃদ্ধি করে ৭.১৩ টাকা করা হয়েছে। এ ছাড়াও বিদ্যুতের সঞ্চালন মূল্যহার গড়ে ০.২৭৮৭ টাকা/ কি.ও.ঘ শতকরা ৫.৩ ভাগ বৃদ্ধি করে ০.২৯৩৪ টাকা করা হয়েছে।