দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখগুলো আরেক দফায় পেছানো হয়েছে। আগামী ৩১ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত পাঁচটি ইউনিটের অধীনে বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষার কথা থাকলেও করোনা সংক্রমণ ও ঈদ পরবর্তী লকডাউনের কথা বিবেচনা করে পরীক্ষাগুলো ১ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক বৈঠকে ভর্তি পরীক্ষার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোনো ভাবেই ভর্তি পরীক্ষা আয়োজন করা যেত না। শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিছু করতে চাই না। এছাড়া আমাদের শিক্ষকদের নিরাপত্তার বিষয়টিও রয়েছে।
ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাবি ভর্তি পরীক্ষার তারিখগুলো যথাক্রমে- ক ইউনিট (বিজ্ঞান অনুষদ) ১ অক্টোবর। খ ইউনিট (কলা অনুষদ) ২ অক্টোবর। চ ইউনিট (চারুকলা অনুষদ) ৯ অক্টোবর। গ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) ২২ অক্টোবর। ঘ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ) ২৩ অক্টোবর।