সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক এই বৈঠকটিকে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেই মনে করা হচ্ছে।
বৈঠকে সিরিয়ার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকেই নজর ছিল আল-শারার। তবে সেখানেই তাকে করা ট্রাম্পের একটি প্রশ্ন এখন ভাইরাল। মূলত প্রেসিডেন্ট আল-শারার স্ত্রী কয়জন; এই প্রশ্নই করে বসেন ট্রাম্প।
এই ঘটনায় হোয়াইট হাউসে হাস্যরসের সৃষ্টি হয়। বুধবার (১২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আর এই ঐতিহাসিক সফরটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও ১৮০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সফরেই গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
ইতোমধ্যে দুই নেতার সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ট্রাম্প আল-শারাকে একটি পারফিউম উপহার দিচ্ছেন এবং নিজেই সেটি তার ওপর ছিটিয়ে বলছেন, “এটাই সেরা ঘ্রাণ… আর অন্য বোতলটি আপনার স্ত্রীর জন্য।”
এরপর মজা করে হেসে ট্রাম্প জিজ্ঞেস করেন, “আপনার স্ত্রী কয়জন?” আল-শারাআ উত্তর দেন, “একজন”। তখন উপস্থিত সবাই হেসে ওঠেন। ট্রাম্প হেসে বলেন, “তবে জানেন তো, কখন কী হয় বলা যায় না!”
অন্যদিকে সাক্ষাতের সময় আল-শারা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রাচীন সিরীয় নিদর্শনের প্রতিরূপ উপহার দেন। ট্রাম্প বলেন, “আমাদের সবারই কঠিন অতীত ছিল, কিন্তু তারটা সত্যিই কঠিন। তবে আমি মনে করি, এমন কঠিন অভিজ্ঞতা না থাকলে এগিয়ে যাওয়ার সুযোগও থাকে না।”
প্রসঙ্গত, গত বছর ৪৩ বছর বয়সী আল-শারা সামরিক অভিযান চালিয়ে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেন। যুক্তরাষ্ট্রে তার এই সফরের মূল লক্ষ্য ছিল সিরিযার ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করানো।