আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন থেকে কোনোভাবেই পিছু হটার প্রশ্ন নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে মুখ বন্ধ করতে বলা হয়, তবুও আপনারা রাজপথ ছাড়বেন না, যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে।’
শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘২০১৩ সালের শাহবাগ থেকেই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছে। আবার এখান থেকেই এর পতন ঘটবে। মত-পথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমরা সবাই এক।’
চলমান দাবদাহের মধ্যেও আন্দোলনে সক্রিয় থাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘গত দু’দিন রাস্তায় থাকার কারণে আমি অসুস্থ হয়ে পড়তে পারি। কোনো চাপে পড়ে যদি কেউ আমার মুখ দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আদায় করে নেয়, তাও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন দুটি শক্তিতে বিভক্ত-একদিকে ফ্যাসিবাদী শক্তি, অন্যদিকে বাংলাদেশি গণতান্ত্রিক শক্তি। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তারা ফ্যাসিবাদী। আর যারা চায়, তারাই প্রকৃত দেশপ্রেমিক।’
জুলাই মাসে ঘোষিত ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি ইঙ্গিত করে হাসনাত বলেন, ‘যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ শক্তিকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। আমি যদি ভবিষ্যতে কর্মসূচি দিতে না-ও পারি, আপনাদের লক্ষ্য হোক-আওয়ামী লীগ নিষিদ্ধ করা।’