আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশ

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে বাংলাদেশ। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন।

সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পুরস্কারের ক্রেস্ট ও চিঠি তুলে দেন জর্জিয়া, তুর্কমেনিস্তান এবং ডি-৮-এর দায়িত্ব পালনকারী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান।

Comments (0)
Add Comment