আন্তর্জাতিক চুরির পর মূল্যবান সব অলংকার সরিয়ে নিলো ‘ল্যুভর মিউজিয়াম’ কর্তৃপক্ষ

ফ্রান্সের বিখ্যাত  ‘ল্যুভর মিউজিয়াম’ থেকে অলঙ্কার চুরির ঘটনার পর মূল্যবান কিছু অলংকার দেশটির ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর করেছে। গত সপ্তাহের চুরির ঘটনায় জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠার পর শুক্রবার গোপন পুলিশি নিরাপত্তায় এই স্থানান্তর সম্পন্ন হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই  অলংকারগুলো মূলত ল্যুভরের অ্যাপোলো গ্যালারি থেকে সরানো হয়েছে— যেখানে ফ্রান্সের রাজমুকুটের অলংকার ও ঐতিহাসিক গয়না সংরক্ষিত থাকে।

ব্যাংক অব ফ্রান্সের ভূগর্ভস্থ বিশাল ভল্টে দেশের সোনার মজুদও রাখা আছে। এটি ভূমি থেকে প্রায় ২৭ মিটার (৮৮ ফুট) নিচে অবস্থিত। ল্যুভর জাদুঘর থেকে ব্যাংকটির দূরত্ব মাত্র ৫০০ মিটার, প্যারিসের সেন নদীর ডান তীরে।

‘ল্যুভর মিউজিয়াম’ থেকে চুরি হওয়া গয়নাগুলোর মূল্য ৮৮ মিলিয়ন ইউরো (প্রায় ১০২ মিলিয়ন ডলার) বলে জানিয়েছেন প্যারিসের প্রসিকিউটর লর বেকোয়া।

এর আগে, রোববার (১৯ অক্টোবর) দিনের আলোয় সংঘটিত এই সাহসী চুরির ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে। চুরি হওয়া গয়নার মধ্যে রয়েছে ফরাসি রাজমুকুটের নেপোলিয়ন যুগের সম্পদ।

প্রসিকিউটর বেকোয়া ফরাসি রেডিও আরটিএল-কে বলেন, ‘এই পরিমাণ অবশ্যই বিশাল, কিন্তু এটি কেবল অর্থনৈতিক ক্ষতি। এর সঙ্গে চুরির ফলে সৃষ্ট ঐতিহাসিক ক্ষতির কোনো তুলনা হয় না।’

চুরি হওয়া গয়না উদ্ধারে প্রায় ১০০ জন তদন্তকারী কাজ করছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই মূল্যবান নিদর্শনগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

প্রসিকিউটরের মতে, যদি চোরেরা গয়নাগুলো খণ্ডিত করে বিক্রি বা গলিয়ে ফেলার চেষ্টা করে, তবে তারা প্রকৃত মূল্য পাবে না।

সূত্র: রয়টার্স।