আজ কোথায় কী?

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিএনপি: ১. বেলা ১টায় খামার বাড়ি কৃষিবিদ মিলনায়তনে ‘ঢাকা মহানগর ছাত্রদল সদস্য সংগ্রহ ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি’ শীর্ষক আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২. বিকাল সাড়ে ৫টায় বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হবে। এতেও প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ধর্ম উপদেষ্টা: সকাল ১০টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ঋণ বিতরণ ও অনুদান দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ: সকাল ৯টায় আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মানববন্ধন: জাতীয় প্রেসক্লাবে দুপুর আড়াইটায় কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদ মানববন্ধন করবে।

Comments (0)
Add Comment