ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং অনেক সংগঠন। শনিবার (১ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি: সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনে বায়তুল মুকাররম সভাকক্ষে হিজরি ১৪৪৬ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভা হবে। এতে যোগ দেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বিএনপির কর্মসূচি: সকাল সাড়ে ১০টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এ ছাড়া বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
বিকাল ৪টায় বেইলি রোডে অফির্সাস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনায় দোয় ও মিলাদ মাহফিল হবে।