ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং অনেক সংগঠন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ কোথায় কী?
বিএনপির কর্মসূচি: সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল ও তৎসংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভা হবে।
অ্যাকশনএইড বাংলাদেশ: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে একশনএইড বাংলাদেশ। সকাল ১০টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত সিক্স সিজন হোটেলের মিলনায়তনে এই বিশেষ অনুষ্ঠান শুরু হবে।
উপদেষ্টা পরিষদের ব্রিফিং: দুপুর ১২টায় সচিবালয়ের নৌপরিবহন মন্ত্রণালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ব্রিফিং হবে।
শফিকুল আলম: সকাল ১০টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে সাংবাদিক সমিতির আয়োজিত দুদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
উপদেষ্টা আসিফ: সকাল ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয়’ শীর্ষক ঢাকা বিভাগীয় সম্মেলনে হবে। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলন: মালয়েশিয়ায় শেখ পরিবারের প্রতিষ্ঠান ইএসকেএল’র তথ্য পাচার, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া শাখার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বেলা ১১টার দিকে বিজয় নগর পানির ট্যাংকি সংলগ্ন আল রাজী কমপ্লেক্সে এই সম্মেলন হবে।
জামায়াতের কর্মসূচি: রমমজান উপলক্ষে বিকাল ৫টায় পল্টনে মহানগরী দক্ষিণের অফিসের সামনে গরিব ও অসচ্ছলদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করবে জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথি থাকবেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।