আজ কোথায় কী?

ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা এবং অনেক সংগঠন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
আজ কোথায় কী?

ধর্ম উপদেষ্টার কর্মসূচি: সকাল ১০টায় সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে হাওড় এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বস্ত্র ও পাট উপদেষ্টার কর্মসূচি: সকাল ১০টায় তেজগাঁওয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে ‘তাঁতিদের মাঝে ন্যায্যমূল্যে সুতা, রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়ন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি: সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে ‘গবেষণা উদ্ভাবনা ও প্রকাশনা মেলা ২০২৫’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিকাল ৩টায় চাঁন্দগাঁওয়ে রাবার বিভাগের জোন অফিসে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়। এছাড়া বিকাল ৫টায় চট্টগ্রামে ‘মহান একুশে বইমেলা-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ।

কৃষি উপদেষ্টার কর্মসূচি: সকাল ১০টায় সাভারে হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও ‘খামারি’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিএনপির কর্মসূচি: বিকাল সাড়ে ৩টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিক প্রোগ্রাম। এছাড়া বিকাল সাড়ে ৫টায় একুশে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের মাল্টিপারপাস হলে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিকাল ৪টায় হোটেল সেরিনায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জয়নাল আবদীন ফারুক।

সকাল ১০টায় শ্যামলী মানসিক স্বাস্থ্য হাসপাতাল মিলনায়তনে ‘বিডিআর হত্যাকাণ্ড শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডা. লুৎফুর রহমান স্মারক বক্তৃতায়’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার কর্মসূচি’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

Comments (0)
Add Comment